হাতছানি definitions

Bangla-Tangla Dictionary
হাতছানি – beckoning (+ দেওয়া = to beckon) [derivation: হাত + ছানি]
Samsad Bengali-English Dictionary
হাত [ hāta ] n the hand or the fore-arm or the arm; the corresponding limb of beasts; a cubit; (fig.) possession or control; (fig.) influence or manipulation, hand. কাঁচা হাত an inexperienced or unskilled worker, a raw or poor hand. খালি হাত an empty hand; an unornamented hand. ছোট হাতের অক্ষর a small letter (of the English alphabet). পাকা হাত a skilled or experienced worker, an old hand. বড় হাতের অক্ষর a capital letter (of the English alphabet). হাত আসা v. to develop the habit of. হাত কচলানো v. to wring one's hand (in order to express regret or to curry favour). হাত করা v. (fig.) to win (one) over or to bring under one's control or to bring into one's possession. হাত কামড়ানো v. (fig.) to squirm (lit. to bite one's hands) in dis appointment or frustration. হাত গোনা v. to read one's hand or palm. হাত গোটানো v. (fig.) to take off one's hands, to cease participating in a work. হাত চলা v. to work quickly with one's hands, (fig.) to raise one's hand to strike (কথায় কথায় হাত চলে). হাত চালানো v. to quicken pace of work; to beat or belabour with one's hand, to cuff. হাত জোড় করা v. to fold one's hands; to apologize or solicit or salute with folded hands. হাত জোড়া থাকা v. to have one's hands full. হাত তোলা v. to beat with the hand, to lay hands on, to deal or strike a blow (to some one) with one's hand, to assault; to raise one's hand in order to vote for (or against) or to express one's assent, to raise one's hand (to support a person or a proposal). হাত দিয়ে হাতি ঠেলা (fig.) to accomplish a stupendous task by humble means. হাত দেওয়া v. to touch with one's hand to handle; to take in hand, to set one's hand to, to undertake; to intervene. কপালে হাত দেওয়া v. to become utterly dejected and stupefied at one's ill-luck. হাত দেখা v. to read one's hand or palm. হাত ধরাধরি করে চলা to walk hand in hand. হাত পড়া v. to be touched or handled; to be taken in hand, to be undertaken; to be interfered with. হাত পাকানো v. to get one's hands used to something by practice, to become skilled by practice. হাত পাতা v. to earnestly request or ask for (momentary) assistance or help, to beg. হাত বোলানো v. to pass one's hand lightly and often caressingly over anything. গায়ে হাত বোলানো v. (fig.) to win over or propitiate or pacify or console with adulatory words and caressing. মাথায় হাত বোলানো v. (facet.) to cheat by cajolery, to wheedle (something out of somebody), to wangle. হাত মুঠো করা v. to clench the fist. হাতে করা same as হাতে নেওয়া । হাতে কলমে শেখা v. to learn firsthand. হাতেগোনা a. only a handful, very few in number. হাতে জল না গলা (fig.) to be extremely close-fisted or miserly. হাতে ধরা v. (idiom.) to importunate or solicit very ardently. হাতে নয় ভাতে মারা v. (fig.) to subdue o weaken not by beating but by starving. হাতে নেওয়া v. to take or hold in one's hand; to take up or undertake. হাতে পাওয়া v. (fig.) to get under one's control. হাতে পাঁজি মঙ্গলবার (fig.) ready proof. হাতে বেড়ি পড়া v. (lit.) to be handcuffed; (fig.) to be arrested by the police on a criminal charge. হাতে মাথা কাটা v. (fig.) to become very haughty or to become very proud of one's power or authority. হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না (fig.) a shot in the locker once thrown will not come back. হাতের লক্ষী পায়ে ঠেলা v. (fig.) to throw away one's fortune. ~কড়ি, ~কড়া n. a handcuff. হাতেকড়ি দেওয়া বা পরানো v. to handcuff. ~করাত n. a handsaw. ~কষা a. stingy, niggardly, closefisted. ~কাটা a. having one's arm or arms amputated; armless; (of shirts, blouses etc.), sleeveless. ~খরচ n. pocket money. ~খালি a. empty-handed; wearing no ornament in one's hands; having all one's money exhausted, broke; having no work on hand. ~খোলা a. given to spending profusely, lavish; bountiful. ~চিঠি n. a hand-note, a note or a sum of money borrowed; a chit; a short note or letter. ~ছাড়া a. out of possession or control, lost, out of hand. ~ছানি n. a beckoning with the hand. ~ছানি দেওয়া v. to beckon with the hand. ~টান n. stinginess; frugality; pilfering habit. হাতড়ানো v. to grope; to appropriate to oneself; to misappropriate. ~তালি n. clapping of hands. তালি দেওয়া v. to clap one's hands. ~তোলা n. a thing obtained out of another's favour; a charitable gift. ~ধরা a. very obedient to. হাত-পা বাঁধা a. utterly helpless; inescapably bound to. হাত-পা বেঁধে জলে ফেলা v. (fig.) to throw or fling to the jaws of death whence escape is impossible; to con sign to utter misery. ~বদল হওয়া v. to change hands. ~বাক্স n. a small box esp. for keeping money and other small valuables, a cash box, a handbox. ~বোমা n. a hand-grenade. ~ভারী a. close-fisted, stingy. ~মোজা n. gloves. ~যশ n. reputation for efficiency (esp. of physicians, lawyers, artisans etc.). ~ n. a handle. ~সই n. good marksmanship. ~সাফাই n. skill of the hand; sleight of hand; deftness in pilfering with the hand; the state of being light fingered.
Samsad Bangla Abhidhan
হাত [ hāta ] বি. 1 প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানো নামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 2 চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); 4 প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); 5 সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ < সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। ~কড়া, ~কড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা। ~করাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে। ~কাটা বিণ. 1 হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); 2 বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)। হাত কামড়ানো ক্রি. বি. আপশোস করা। ~খরচ, ~খরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়। ~খালি বিণ. 1 রিক্তহস্ত; 2 হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; 3 নিরাভরণ হাতবিশিষ্ট। ~খোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল। হাত গুটানো ক্রি. বি. নিরস্ত হওয়া। হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা। ~ঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch). হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা। ~চালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা। হাত চালানো ক্রি. বি. দ্রুত কাজ করা। ~চিঠা, (কথ্য) ~চিঠে বি. ছোটো চিঠি বা রসিদ। ~ছাড়া বিণ. 1 বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); 2 আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)। ~ছানি বি. হাত নেডে ইশারা। হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা। হাত জোড়া থাকা ক্রি. বি. কাজে ব্যস্ত থাকা। হাত তোলা ক্রি. বি. প্রহারের জন্য বা সমর্থনের জন্য হাত উঁচু করা। ~টান বি. কৃপণতা; (ছিঁচকে) চুরির অভ্যাস। ~ড়া, ~ড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]। ~তালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই। ~তোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। ☐ বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল। হাত দেওয়া ক্রি. বি. 1 সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া। হাত দেখা ক্রি. বি. 1 হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; 2 নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা। ~ধরা বিণ. বশীভূত। হাত ধুয়ে বসা ক্রি. বি. 1 আশা বা সম্পর্ক ত্যাগ করা; 2 দায়িত্ব না রাখা; 3 (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া ক্রি. বি. 1 হস্তক্ষেপ হওয়া; 2 স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা। হাত পাকানো ক্রি. বি. 1 অভ্যাসদ্বারা পটু হওয়া; 2 প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া। ~পাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়। হাত-পা চলা ক্রি. বি. যুগপৎ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা। হাত-পা না ওঠা ক্রি. বি. অত্যন্ত ভীত ও ভরসাহীন হওয়া। হাত-পা-বাঁধা বিণ. নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. 1 উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; 2 নিতান্ত অপাত্রে কন্যাদান করা। হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া। হাত পা বার হওয়া ক্রি. বি. 1 অতিশয় অতিরঞ্জিত হওয়া; 2 কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া। ~বদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর। ~বাক্স বি. (প্রধানত টাকাকডি রাখবার জন্য) ছোটো বাক্সবিশেষ। হাত বাড়ানো ক্রি. বি. 1 কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; 2 (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা। ~ভরা বিণ. করতল ভরে যায় এমন। ~ভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ। ~মোজা বি. দস্তানা। ~যশ বি. (প্রধানত চিকিৎসকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।থ ~সই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। ☐ বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ। ~সাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা। ~সুতা, (কথ্য) ~সুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ☐ ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)। হাতে খড়ি বি. 1 খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; 2 (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ। হাতে-গড়া বিণ. হাত দিয়ে তৈরি। হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা। হাতে নয় ভাতে মারা ক্রি. বি. প্রহার না করে কেবল উপবাসী রেখে দুর্বল করা। হাতে নাতে ক্রি-বিণ. 1 অপরাধের প্রমাণসহ; 2 বমাল; 3 অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)। হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা। হাতে পাওয়া ক্রি. বি. অধিকারে বা তাঁরে পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক। হাতে পাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে। হাতে-পায়ে ক্রি-বিণ. 1 একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); 2 স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)। হাতে বেড়ি পড়া ক্রি. বি. (আল.) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা ক্রি. বি. 1 শুধু হাত দিয়েই মাথা কাটা; 2 (আল.) অতিশয় কঠোরভাবাপন্ন বা ক্ষমাহীন হওয়া। হাতে মারা ক্রি. বি. প্রহার করা (কথায় না মেরে হাতে মারা=তিরস্কার না করে প্রহার করা)। হাতের জল না গলা ক্রি. বি. অতিশয় কৃপণ হওয়া। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ক্রি. বি. হেলায় সুযোগ হারানো। হাতে হাতে ক্রি-বিণ. 1 সঙ্গে সঙ্গে, অবিলম্বে; 2 সরাসরি (হাতে হাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); 3 এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)। এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]। কপালে হাত দেওয়া ক্রি. বি. ভাগ্যের দোহাই দেওয়া। কাঁচা হাত 1 অপটু হাত; 2 দক্ষতার অভাব; 3 অনভিজ্ঞতা। পাকা হাত 1 পটু হাত; 2 দক্ষতা; 3 অভিজ্ঞতা।

Processing time: 2.15 s