ঋণ definitions

Bangla-Tangla Dictionary
ঋণ – debt, loan
Samsad Bengali-English Dictionary
ঋণ [ ṛṇa ] n a debt; a loan; liability, (math.) the minus sign. ঋণ করা, ঋণ নেওয়া v. to borrow. ঋণ দেওয়া v. to lend. ~গ্রস্ত a. steeped in or run into debt; indebted. ~গ্রস্ত থাকা v. to be indebted (to), to owe. ~গ্রস্ত হওয়া v. to run into debt, to incur debt. ~গ্রহণ n. act of borrowing (esp. money). ~গ্রহণ করা v. to borrow (esp. money). ~গ্রাহী, ~গ্রহীতা n. a borrower, a debtor. ~চিহ্ন n. (math.) the minus sign (—). ~জাল n. the meshes of debt. ~জালে জড়ানো v. to enmesh or be enmeshed in debt, to involve or be involved in debt. ~দাতা n. a lender; a money-lender; creditor. ~দান n. act of lending (esp. money). ঋণদান করা v. to lend (esp. money). ~দায় n. burden of debt; liability, indebtedness. ~দাস n. one who serves as a slave to repay a debt, a bondsman. ~পত্র n. a written bond of debt; a note of hand; a debenture. ~পরিশোধ same as ঋণশোধ । ~ভার n. the burden of debt. ~ভারে পীড়িত a. encumbered with debt. ~মুক্ত a. relieved of debt, free from debts. ~মুক্ত করা v. to free from a debt or debts. ~মুক্তি n. re lease from a debt or debts; freedom from debts. ~শোধ n. act of paying off a debt; repayment. ~শোধ করা v. to pay off a debt; to repay.
Samsad Bangla Abhidhan
ঋণ [ ṛṇa ] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ~গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ~চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ~জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ~দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ~পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.~মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ~শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক।

Processing time: 1.23 s