গতি definitions

Bangla-Tangla Dictionary
গতি – movement
Samsad Bengali-English Dictionary
গতি [ gati ] n going, passage, movement; gait, motion, velocity; a way, a means (অন্য গতি নেই); a refuge or shelter, one who shelters or aids, a helper, a protector, a patron (দীনের গতি); a remedy; consequence; the state into which one has to pass after one's death (নরকগতি); a means or way of rescue or salvation (পাপিষ্ঠের গতি); obsequies (মৃতের গতি করা); end (মৃত্যুই জীবনের গতি); condition, state (দুর্গতি, আকাশের গতি); গতি করা v. to make necessary arrangement for; to remedy; to take necessary action; to provide for; to perform funeral rites of. আহ্নিক গতি (astr.) diurnal motion. কৌণিক গতি (phys.) angular motion. বার্ষিক গতি (astr.) annual motion. গতিক n. state, condition (মনের গতিক); a means or stratagem (কোনো গতিকে). কার্যগতিকে adv. in course of business or work; on business. ~ক্রিয়া n. procrastination. ~দায়িনী a. fem. one who gives spiritual salvation. ~প্রকৃতি same as গতিবিধি । ~বিজ্ঞান, ~বিদ্যা n. kinetics; dynamics. ~বিধি n. movement, activity (শত্রুর গতিবিধি); regular access or inter course (রাজবাড়িতে তার গতিবিধি আছে); (arch.) a means of spiritual salvation ('ও মা কর গতিবিধি'). ~বেগ n. speed, pace, velocity. ~বেগমাপন যন্ত্র n. an instrument for measuring speed, a speedometer, a tachometer. ~ভঙ্গ, ~রোধ n. stoppage or arrest of movement in the midway. ~ভঙ্গ করা v. to stop in the midway; to break journey. ~ময় a. moving, mobile; having movement. ~ময়তা a. mobility; movement; the state of having movement. ~রোধক a. that which checks the movement. ☐ n. a break. ~রোধ করা v. to cause to stop in the midway, to stop in the midway. ~হীন a. motionless, immobile, still, having nothing to fall back on, resourceless.
Samsad Bangla Abhidhan
গতি [ gati ] বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্থা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্থা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্থা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ~ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ~দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ~দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ~বিজ্ঞান, ~বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ~বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ~ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ~ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ~রোধ বি. পথরোধ; বাধা। ~শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic.

Processing time: 1.18 s