গ্রামীণ definitions

Bangla-Tangla Dictionary
গ্রামীণ – pertaining to a villiage, rural
Samsad Bengali-English Dictionary
গ্রামীণ [ grāmīṇa ] a produced in a village; in or of or dwelling in a village; rural; rustic.
Samsad Bangla Abhidhan
গ্রাম2 [ grāma2 ] বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ~ বিণ. গ্রামে জাত বা উৎপন্ন (গ্রামজ সম্পদ)। ~ণী গ্রামের মণ্ডল বা নেতা। ~ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ~বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ~ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ~মৃগ বি. কুকুর। ~সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্থাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উৎপন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্থ (গ্রামীণ শিল্প)।

Processing time: 1.22 s