চাষ definitions

Bangla-Tangla Dictionary
চাষ – farming (+ করা = to farm)
Samsad Bengali-English Dictionary
চাষ1 [ cāṣa1 ] n a species of the roller bird. চাষ2 [ cāṣa2 ] n tilling, ploughing, cultivation (জমিচাষ, ধানের চাষ); agriculture; culture (মাছের চাষ); endeavour or practice for promotion, cultivation (বুদ্ধির চাষ). চাষ করা v. to till, to plough, to grow (আলু আখ মাছ ইত্যাদির চাষ করা); to cultivate. ~বাস n. agriculture.
Samsad Bangla Abhidhan
চাষ1, চাস [ cāṣa1, cāsa ] বি. নীলকণ্ঠ পাখি; সোনা চড়াই। [সং. √চষ্ + ণিচ্ + অ)]। চাষ2 [ cāṣa2 ] বি. 1 ভূমিকর্ষণ, কৃষিকর্ম; 2 উৎপাদন (মাছের চাষ); 3 চর্চা, অনুশীলন (বুদ্ধির চাষ)। [সং. √চষ্ + অ]। ~বাস বি. কৃষিকাজ। চাষা বি. 1 কৃষক; 2 মূর্খ, অভদ্র বা অমার্জিত লোক (চাষার মতো কথাবার্তা)। চাষাড়ে বিণ. 1 চাষার তূল্য; 2 অসভ্য; অশিক্ষিত বা অমার্জিত; 3 গোঁয়ার; গ্রাম্য। চাষা-ভুষা, (কথ্য) চাষা-ভুষো, চাষা-ভুসো বি. চাষা এবং ওই শ্রেণির লোক; অশিক্ষিত ও দরিদ্র গ্রাম্য লোক। চাষি বি. কৃষক, কৃষিজীবী।

Processing time: 1.26 s