তত definitions

Bangla-Tangla Dictionary
তত – that much [correlative]
Samsad Bengali-English Dictionary
তত1 [ tata1 ] a extended, outspread; extensive; diffused. ☐ n. a stringed musical instrument. ~যন্ত্র n. a stringed musical instrument. তত2 [ tata2 ] adv. & con to that amount or number or extent or degree. ☐ adv. so much, so, up to expectation (বইখানা তত ভালো নয়). ☐ con. so, as. ☐ a. that much or so many (তত সময়, তত লোক). ~ক্ষণ adv. up to or till or during or within that time. ~ক্ষণে adv. by that time. ~দিন adv. for so many days; for those days; up to or till or during so many or those days. ~দিনে adv. same as ততক্ষণে । ~হি, ~হিঁ adv. (poet. & obs.) at that.
Samsad Bangla Abhidhan
তত1 [ tata1 ] বিণ. বিস্তৃত, ব্যাপ্ত (তু. আতত, সতত)। ☐ বি. তন্তুনির্মিত সেতার বীণা এসরাজ ইত্যাদি বাদ্য (ততযন্ত্র)। [সং. √ তন্ + ত]। তত2 [ tata2 ] অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ~ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ~হি, ~হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)।

Processing time: 1.24 s