তারা definitions

Bangla-Tangla Dictionary
তারা
1. star [colloquial]
2. they (ordinary, elsewhere)

plural definitive of তা:
তা – that, filler

Samsad Bengali-English Dictionary
তারা [ tārā ] v to rescue, to deliver. ☐ n. fem. one who rescues or delivers from worldly sufferings; a manifestation or name of goddess Durga (দুর্গা); (mus.) the major E-scale, (cp.) tenor; a star; an asterisk; the pupil of the eye. ~কার a. stellate. ~চন্দ্র, ~নাথ, ~পতি n. the lord or husband of stars; an appellation of the moon. ~পতন, ~পাত n. the fall of a meteor. ~পথ n. the stellar course; the sky, the welkin. ~বাতি n. a firework that emits starlike sparks. ~মণ্ডল n. the stellar region or orbit; a constellation. ~মাছ n. the starfish. ~সম্বন্ধীয় a. stellar. plural definitive of তা: -তা1 [ -tā1 ] sfx denoting: -ness, -ship, -ity, -y etc. (মূর্খতা, কুটিলতা, নির্জনতা). plural definitive of তা: তা3 [ tā3 ] n a sheet (as of paper). plural definitive of তা: তা4 [ tā4 ] n twist, twirl, trimming (গোঁপে তা). তা দেওয়া v. to twist, to twirl, to trim. plural definitive of তা: তা5 [ tā5 ] n act of sitting upon eggs (as by mother-birds), hatch, incubation. তা দেওয়া v. to sit upon eggs, to hatch, to incubate. plural definitive of তা: তা6 [ tā6 ] int an expletive inserted chiefly as a breather in a speech (তা কখন আমি যাব ? ); let it go, well (তা তোমার কী মত ? ). ☐ con. but, still (রোজ যাব ভাবি, তা যাওয়া আর হয়ে ওঠে না).
Samsad Bangla Abhidhan
তারা1 [ tārā1 ] বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা ('তারা বেয়ে পড়বে ধারা': রা. প্র.)। [সং. √ তৃ + ণিচ্ + অ + আ]। ~নাথ, ~পতি বি. চন্দ্র, চাঁদ। ~পথ বি. আকাশ। ~বাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ। ~মণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা। তারা2 [ tārā2 ] ক্রি. (কাব্যে) রক্ষা করা, উদ্ধার করা ('তারো তারো হরি দীনজনে': রবীন্দ্র)। [< সং. ত্রৈ (√ তৃ + ণিচ্) + বাং. আ]। তারানাথ, তারাপতি [ tārānātha, tārāpati ] দ্র তারা1 plural definitive of তা: অমন্থর [ amanhara ] বিণ. মন্থর বা ধীর নয় এমন, ক্ষিপ্র, দ্রুত (অমন্থর পায়ে প্রস্থান, অমন্থর গতি)। [সং. ন + মন্থর]। &tilde তা বি. দ্রুততা; দ্রুত গতি। plural definitive of তা: কিংকর্তব্য-বিমূঢ় [ kiṅkartabya-bimūṛha ] বিণ. কী করতে হবে বুঝতে পারে না এমন, কর্তব্য স্থির করতে অক্ষম, হতবুদ্ধি (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল)। [সং. কিম্ + কর্তব্য + বিমূঢ়]। বি.~তা plural definitive of তা: তা2 [ tā2 ] বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উৎসাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। plural definitive of তা: তা3 [ tā3 ] বি. পাক, মোচড়, চাড়া (গোঁফে তা দেওয়া)। [সং. তার]। plural definitive of তা: তা4 [ tā4 ] বি. কাগজের সম্পূর্ণ এক ফালি, গোটা একখানা (পাঁচ তা কাগজ)। [ফা. তাহ্]। plural definitive of তা: তা5 [ tā5 ] অব্য. 1 কথার মাত্রাবিশেষ (তা তুমি কখন এলে?); 2 কিন্তু, তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3 যাকগে, আচ্ছা (তা, এ ব্যাপারে তোমার কী মত?)। [দেশি]। plural definitive of তা: তা6 [ tā6 ] ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)। plural definitive of তা: দ্রব [ draba ] বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)। ☐ বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু। [সং. √ দ্রু + অ]। ~ বি. তরলীভবন, গলন, solution. ~ণীয় বিণ. গলানো যায় এমন।~তা, ~ত্ব বি. দ্রবীভবন; তরলতা। দ্রবী-করণ বি. (কঠিন পদার্থকে) তরল করা। দ্রবী-কৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন। দ্রবী-ভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া। দ্রবী-ভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত। plural definitive of তা: পরুষ [ paruṣa ] বিণ. 1 কর্কশ (পরুষ কণ্ঠস্বর); 2 কঠোর, নিষ্ঠুর (পরুষ বচন); 3 উদ্ধত। [সং. √ পৃ + উষ]। বি.~তা, ~ত্ব, পারুষ্য plural definitive of তা: বালক [ bālaka ] বি. 1 অল্পবয়স্ক পুরুষ, বিশেষত ষোলো বৎসরের অনূর্ধ্ব পুরুষ (বালক-বালিকা); 2 শিশু (বালক বয়সের ঘটনা); 3 (আল.) অর্বাচীন বা অনভিজ্ঞ ব্যক্তি। [সং. বাল + ক (স্বার্থে)]। স্ত্রী. বালিকা।~তা, ~ত্ব বি. বালকের ভাব। ~সুলভ, বালকোচিত বিণ. বালকের পক্ষে স্বাভাবিক বা মানানসই এমন। plural definitive of তা: রসিক [ rasika ] বিণ. 1 রসজ্ঞ, তাৎপর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); 2 আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); 3 রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। তা বি. 1 হাস্যরসের অবতারণা; 2 আদিরসাত্মক আলাপের অবতারণা; 3 হাস্যপরিহাস, রঙ্গরস।

Processing time: 1.36 s