নদী definitions

Bangla-Tangla Dictionary
নদী – river
Samsad Bengali-English Dictionary
নদ [ nada ] n (used rather arbitrarily as masc. of নদী) a large river (সিন্ধুনদ). ~নদী n. pl. rivers and streams of all descriptions large and small. নদী [ nadī ] n a stream, a river. নদীর বাঁক the bend of a river. ছোট নদী a rivulet. ~কুল same as নদীতীর । ~গর্ভ n. the bottom of a river; a river-bed. ~তট, ~তীর n. riverbank, riverside. তীরবর্তী, ~তীতস্থ a. riparian, riverain. ~তীরবাসী a. & n. riverain. fem. ~তীরবাসিনী । ~পথ n. river-way. ~পথে adv. by river. ~প্রবাহ same as নদীস্রোত । ~বক্ষ n. the bosom or surface of a river. ~বক্ষে adv. on or upon the river. ~বন্দর n. a river port. ~বহুল a. abounding in rivers, rivery. ~মাতৃক a. irrigated or watered by rivers. ~মুখ n. a river-mouth, an estuary. ~স্রোত n. river-tide; the flowing stream of a river.
Samsad Bangla Abhidhan
নদ [ nada ] বি. নদী -র পুংলিঙ্গ, ব্রহ্মপুত্র, অজয়, দামোদর প্রভৃতি পুংবাচক নামযুক্ত জলপ্রবাহ। [সং. √ নদ্ + অ]। নদী [ nadī ] বি. পর্বত, হ্রদ বা অন্য কোনো জলপ্রবাহ থেকে উৎপন্ন এবং হ্রদ উপসাগর সমুদ্র বা অন্য কোনো নদীতে মেশে এমন স্বাভাবিক জলপ্রবাহ; স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিণী। [সং. √ নদ্ + অ + ঈ]। ~কূল বি. নদীর তীর। ~গর্ভ বি. নদীর দুই তীরের মধ্যবর্তী জলভাগ বা তার তলদেশ, নদীর খাত। ~তট বি. নদীর তীরভূমি। ~পথ বি. জাহাজ নৌকা প্রভৃতি জলযানের চলাচলের উপযোগী পথরূপ নদী (নদীপথে রওনা হল)। ~বহুল বিণ. বহু নদীবিশিষ্ট। ~বন্দর বি. নদীর তীরে অবস্থিত বন্দর। ~মাতৃক বিণ. নদীই যার মাতার মতো অর্থাৎ কেবলমাত্র নদীজলের সাহায্যে উৎপন্ন শস্যে পালিত। ~মুখ বি. নদীর মোহনা।

Processing time: 1.27 s