পাহাড় definitions

Bangla-Tangla Dictionary
পাহাড় – mountain
Samsad Bengali-English Dictionary
পাহাড় [ pāhāṛa ] n a hill, a rock; a mountain; a dune; a mound (বালির পাহাড়); bank or coast (esp. a steep and high one), up land; (fig.) a heap (টাকার বা মিষ্টির পাহাড়). ~তলি n. a valley, a dale; a level tract of land at the foot of a hill. পাহাড়ি1, পাহাড়ে a. of hills and mountains; hilly; mountainous; lying or growing or dwelling on hills or mountains; hill-born; highland; (fig.) huge (পাহাড়ে ঢেউ), terrible (পাহাড়ে মেয়েমানুষ = a terrible woman; a virago), inveterate (পাহাড়ে বদমাশ). পাহাড়ি2 n. a hillman, a highlander; a hill-tribe. পাহাড়িয়া same as পাহাড়ি1 and পাহাড়ি2
Samsad Bangla Abhidhan
পাহাড় [ pāhāṛa ] বি. 1 অপেক্ষাকৃত ছোটো পর্বত; 2 স্তূপ, ঢিবি (বালির পাহাড়, বইয়ের পাহাড়); 3 পাড়, উঁচু তীরভূমি। [হি. পহাড়]। ~তলি বি. পর্বতের পাদদেশ বা পাদদেশস্থ সমতলভূমি; উপত্যকা, তরাই। পাহাড়ি বিণ. পাহাড়িয়া, পাহাড়ে (পাহাড়ি বিছে)। ☐ বি. 1 পাহাড়িয়া জাতি; 2 সংগীতের রাগবিশেষ। পাহাড়িয়া, পাহাড়ে বিণ. 1 পার্বত, পার্বত্য; 2 পর্বতময় (পাহাড়ে রাস্তা); 3 পর্বতস্থ; 4 পর্বতজাত (পাহাড়ে উদ্ভিদ); 5 পর্বতসম্বন্ধীয়; 6 (আল.) প্রকাণ্ড, মস্ত, ভীষণ।

Processing time: 1.29 s