লক্ষ definitions

Bangla-Tangla Dictionary
লক্ষ – 100000, lakh, one hundred thousand
Samsad Bengali-English Dictionary
লক্ষ2 [ lakṣa2 ] n. & a one hundred thousand, lakh, lac. ☐ a. numerous, countless (লক্ষবার বলেছি). লক্ষ লক্ষ innumerable, countless.
Samsad Bangla Abhidhan
লক্ষ1 [ lakṣa1 ] বি. একশত সহস্র সংখ্যা, 1, সংখ্যা। ☐ বিণ. 1 শতসহস্র-সংখ্যক 2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)। [সং. √ লক্ষ্ + অ]। ~পতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি। লক্ষ লক্ষ বিণ. অসংখ্য। লক্ষ2 [ lakṣa2 ] ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)। [সং. √ লক্ষ্ + অ]। লক্ষপতি [ lakṣapati ] দ্র লক্ষ1 লাখ [ lākha ] বি. লক্ষ1 এর কথ্যরূপ, 1√ সংখ্যা। [] বিণ. 1 এক লক্ষ-সংখ্যক; 2 (আল.) অগণিত, অসংখ্য। [সং. লক্ষ]। লাখ কথার এক কথা বহু কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা, সার কথা। ~পতি বি. লক্ষাধিক টাকার মালিক। লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)। লাখে, লাখে, লাখো লাখো বিণ. অসংখ্য।

Processing time: 1.5 s