সই definitions

Bangla-Tangla Dictionary
সই – signature(+ করা, +দেওয়া = to sign)

1st person present simple tense of সওয়া:
সওয়া[variant of সহ্য করা]

1st person present imperative tense of সওয়া:
সওয়া[variant of সহ্য করা]

emphatic of 2nd person intimate present imperative tense of সওয়া:
সওয়া [variant of সহ্য করা]

Samsad Bengali-English Dictionary
-সই2 [ -si2 ] sfx indicating: able to (টেকসই): able, -ible; conforming to (পছন্দসই); up to (বুকসই). সই4 [ si4 ] n a signature; an impression or mark given as a substitute for signature (ঢেরাসই, টিপসই). সই করা, সই দেওয়া v. to sign; to put an impression or mark as a substitute for signature. তাই সই let it be. emphatic of স: 1 [ sa1 ] n the thirty-second consonant of the Bengali alphabet. emphatic of স: 2 [ sa2 ] pfx indicating; together with, at tended by (সচন্দন, সভৃত্য); of the same (সগোত্র, সতীর্থ).
Samsad Bangla Abhidhan
সই1 [ si1 ] বি. স্বাক্ষর (দলিলে সই করা)। [আ. সহীহ্]। -সই3 [ -si3 ] যোগ্য বা পর্যন্ত অর্থবাচক বাং. তদ্ধিত প্রত্যয়বিশেষ (পছন্দসই, টেকসই, মাপসই, মাথাসই)। [তি. হি. সহী > আ. সহীহ্]। সহি2, সই [ sahi2, si ] বি. দস্তখত, স্বাক্ষর (সই করা, নামসহি); স্বাক্ষরের পরিবর্তে লিখন বা ছাপ (ঢেরাসই, টিপসই)। ☐ বিণ. স্বীকার্য (তাই সই)। [আ. সহীহ্]। ~সুপারিশ বি. সইযুক্ত সুপারিশ। emphatic of স: 1 [ sa1 ] বাংলা বর্ণমালার দ্বাত্রিংশ ব্যঞ্জনবর্ণ, দন্ত্য-স-নামে দন্ত্য-স হলেও প্রকৃতপক্ষে এটি উচ্চারণে তালব্য দন্তমূলীয়। emphatic of স: 2 [ sa2 ] বিণ. (সমাসে বিশেষ্যসূচক শব্দের পূর্বে সহ ও সমান শব্দের রূপ), 1 সহ-অর্থে (সচন্দন, সপরিবার); 2 সমান অর্থে (সগোত্র, সতীর্থ)। emphatic of স: 3 [ sa3 ] অব্য. উপ. 1 অতিশয় অর্থবাচক (সঘন); 2 স্বার্থে, একই অর্থে (সঠিক, সক্ষম)। 1st person present simple tense of সওয়া: সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]। 1st person present imperative tense of সওয়া: সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]। emphatic of 2nd person intimate present imperative tense of সওয়া: সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]।

Processing time: 1.28 s