হাল definitions

Bangla-Tangla Dictionary
হাল
1. (+ ছেড়ে দেওয়া = to give up)
2. rudder, helm
3. plow
4. state, condition
Samsad Bengali-English Dictionary
হাল1 [ hāla1 ] n a helm, a rudder. হাল ধরা v. to steer. হাল2 [ hāla2 ] n a plough; a metal hoop, a tire. হাল চালানো, হাল দেওয়া v. to plough, to till. হাল3 [ hāla3 ] n condition, state; circumstances. ☐ a. present, current; modern. ~খাতা see খাতা । ~চাল n. condition and symptoms; trend; attitude and gestures; character and conduct. হাল ছেড়ে দেওয়া to give up, to resign or surrender in despair. হাল ধরা to steer, to be at the helm of, to take the leadership. ~ফিল adv. recently, lately, of late. রাজার হাল right royal condition; extremely happy state.
Samsad Bangla Abhidhan
হাল1 [ hāla1 ] বি. 1 লাঙল; 2 (বাং.) গাড়ির চাকার লোহার বেড় বা লোহা ইত্যাদি ধাতুর লম্বা পাটি। [সং. হল + অ]। হাল2 [ hāla2 ] বি. নৌকাদির 'কর্ণ' অর্থাৎ তা চালাবার ও ঘুরাবার যন্ত্র। [দেশি]। হাল ধরা ক্রি. বি. পরিচালনার দায়িত্ব নেওয়া (সংসারের বা কোনো প্রতিষ্ঠানের হাল ধরে থাকা)। হাল ছেড়ে দেওয়া হতাশ বা নিশ্চেষ্ট হওয়া। হাল3 [ hāla3 ] বি. 1 অবস্থা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। ☐ বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ~খাতা বি. খাতা দ্র। ~চাল বি. 1 অবস্থা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ~ বি. অবস্থা, দশা। ~হকি-কত বি. প্রকৃত অবস্থা; অবস্থা। ~হদিশ বি. 1 প্রকৃত অবস্থা; 2 খোঁজখবর। হালচাল, হালত [ hālacāla, hālata ] দ্র হাল3

Processing time: 1.25 s